বঙ্গবন্ধুর ছবি বিকৃতি, মোংলা বন্দর কর্মকর্তা কারাগারে
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মো. সোহাগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির মামলায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন সোহাগ। পরে শুনানি শেষে বিচারক খোকন হোসেন জামিন আবেদন না মঞ্জুর করে সোহাগকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী নাজমুল হাসান শেখ বলেন, ২০২১ সালে মোংলা বন্দর থেকে বিভিন্ন দপ্তরে প্রেরিত ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগের স্বাক্ষরিত অন্তত ৮টি চিঠিতে বঙ্গবন্ধুর ছবি সংবলিত লোগো কলম দিয়ে কেটে প্রেরণ করা হয়। যে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তার এমন অসম্মান মেনে নেওয়া যায় না। এজন্য ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি। আদালত অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবি ফকির ইফতেখারুল ইসলাম রানা বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক তার আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শহিদুল/ মাসুদ