ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তেঁতুলিয়ায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২৫ আগস্ট ২০২৩   আপডেট: ১৭:৫৭, ২৫ আগস্ট ২০২৩
তেঁতুলিয়ায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

গত দুইদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। গত ২৪ ঘণ্টায় এই জেলার তেঁতুলিয়া উপজেলায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয় সীতাকুণ্ডে। সেখানে ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) তেঁতুলিয়া আবহাওয়া অফিস বৃষ্টিপাত রেকর্ড করে। 

আরো পড়ুন:

এর আগে গতকাল বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছিল ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।  

আবহওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শুক্রবার সকালে তেঁতুলিয়ায় ১০১ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয় সীতাকুণ্ডে। সেখানে ১২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নাঈম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়