ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২৭ আগস্ট ২০২৩   আপডেট: ১৭:০২, ২৭ আগস্ট ২০২৩
নারায়ণগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসকরা

চার দফা দাবিতে নারায়ণগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন, কর্মবিরতি ও ছাত্র ধর্মঘট করেছে জেলার বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং সাধারণ ডিএমএফ শিক্ষার্থীরা।

রোববার (২৭ আগস্ট) দুপুরে শহরের ৩০০ শয্যা হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন করেন তারা।

এ সময় বক্তারা বলেন, ইন্টার্নশিপ বহাল, অসঙ্গতিপূর্ণ কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ এবং বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন জেলা সভাপতি শহিদুল হাসান, সাধারণ সম্পাদক রাফসান রানা, ম্যাটস আন্দোলন নারায়ণগঞ্জ সমন্বয়কারী হৃদয় প্রমুখ।

রাকিব/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়