ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নৈশকোচের চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু 

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ৩১ আগস্ট ২০২৩   আপডেট: ১১:১৬, ৩১ আগস্ট ২০২৩
নৈশকোচের চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু 

নীলফামারীর সৈয়দপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নৈশকোচের ধাক্কায় এক বাইসাইকের আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ফলে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের মতির মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়া ব্যক্তির নাম শামসুল হক (৫৫)। তিনি বোতলাগাড়ী ইউনিয়নের মুচিহাট এলাকার তবিল উদ্দিনের ছেলে । 

স্থানীয়রা জানান, শামসুল হক সৈয়দপুর পপুলার জুট মিলের শ্রমিক ছিলেন। আজ সকালে বাইসাইকেল নিয়ে কর্মস্থলে যেতে বাড়ি থেকে রওনা দেন তিনি। ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী শ্যামলী পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলকে চাপা দেয়। এতে বাইসাইকেল আরোহী শামসুল হক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকের একটি দোকানে ঢুকে সড়কের মাঝামাঝি অবস্থান নেয়। ফলে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গাড়ি সরিয়ে নেওয়ার পর আবারো যান চলাচল স্বাভাবিক হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে আনা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। 

সিথুন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়