ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে আরমান হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন 

বান্দরবান সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ৩১ আগস্ট ২০২৩  
বান্দরবানে আরমান হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন 

নিহত আরমান উদ্দীনের পরিবারের সদস্যদের মানববন্ধন

বান্দরবানে আরমান উদ্দীন হত্যা মামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দূপুর ২টায় বান্দরবান জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে লিখিত বক্তব্যে নিহত পরিবারের সদস্যরা বলেন, চলতি বছরের ২ জুলাই আরমান উদ্দীন হৃদয় কাইচতলী শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে তার স্ত্রী আনোয়ারা বেগম মুন্নি, স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দীনের পরামর্শে এবং অন্যান্য সহযোগী এহছান উল্লাহ, মিজানুর রহমান, মো. শাকিল ও আনোয়ার হোসেনের যোগসাজশে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের আড়ায় মরদেহ ঝুলিয়ে রাখে। ওই দিন পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন খবর পেয়ে বান্দরবান সদর থানায় আসলে পুলিশ সহযোগিতা না করায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে ১৭ জুলাই বান্দরবান সদর থানা মামলা রুজু করে। তবে থানায় হত্যা মামলা দায়ের হওয়ার ১ মাস ১৩ দিন হলেও আজ পর্যন্ত পুলিশ কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। 

আরো পড়ুন:

আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করে ভূক্তভোগীর পরিবারকে বিভিন্নভাবে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। ফলে অভিযুক্তদের অতিদ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি কামনা করেন তারা।

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, এ বিষয় সম্পর্কে জানা ছিল না। খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 

চাইমং/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়