বেশি দামে সিলিন্ডার বিক্রি: সাতক্ষীরায় ৬ প্রতিষ্ঠানে জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরায় অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ৬ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ সেপ্টম্বর) সকালে শহরের পৌর দিঘীরপারে মোহাম্মদ ট্রেডার্সে ৫ হাজার টাকা, পলাশপোল দে ট্রেডাসে ৫ হাজার টাকা, পলাশপোল রমজান ট্রেডার্সে ২ হাজার টাকা, কাছারিপাড়া লাবিব গ্যাসের চুলাঘরে ৩ হাজার টাকা, কাটিয়া ঐশী ট্রেডার্সে ১ হাজার টাকা, আটপুকুর মোড়ের মোবারক ভ্যারাইটি স্টোরে ২ হাজার টাকা অর্থদণ্ড করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে গ্যাস বেশি দামে বিক্রি করায় ৬টি প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে মূল্য তালিকা রাখতে এবং পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা ভবিষ্যতে সরকারি নির্দেশনা না মানলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসানসহ পুলিশ সদস্যরা।
শাহীন/বকুল