পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নীলফামারীতে পুকুরে গোসলে নেমে বিপ্লব দাস (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গোড়গ্রাম জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিপ্লব দাস ওই এলাকার দিলিপ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব বৃষ্টিতে গোসল করতে বের হয়। দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় তার মা-বাবা খুঁজতে বের হয়। পরে স্থানীয় একজন তথ্য দেন, বিপ্লবকে পুকুর পাড়ের দিকে যেতে দেখেছেন।
সেই মোতাবেক পুকুরে নেমে খোঁজার পর অচেতন অবস্থায় বিপ্লবকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
সিথুন/কেআই