ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে বর্ণিল আয়োজনে ভাওয়াইয়া উৎসব শুরু

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ০৯:০৮, ৯ সেপ্টেম্বর ২০২৩
রংপুরে বর্ণিল আয়োজনে ভাওয়াইয়া উৎসব শুরু

রংপুরে বর্ণিল আয়োজনে বিভাগীয় ভাওয়াইয়া উৎসব শুরু হয়েছে। উৎসবে বিভাগের আট জেলার শিল্পীরা ভাওয়াইয়া পরিবেশন করবেন। তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার রংপুর।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

আধুনিক প্রযুক্তি ও পাশ্চাত্য সংস্কৃতির ভিড়ে অস্তিত্ব সংকটে উত্তরের মা মাটির গান ‘ভাওয়াইয়া’। উদ্বোধনী দিনে রংপুর শিল্পকলা অডিটরিয়াম শিল্পীদের পুর্নমিলনীতে রূপ নিয়েছিলো।

বাংলাদেশের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, ওপারের কুচবিহার এবং আসাম অঞ্চলে এক সময় দারুণ জনপ্রিয় ছিল ভাওয়াইয়া গান। কখনও শিল্পীর দরদ, কখনও গানের কথা, আবার কখনও সুরের জন্যই হৃদয়ে আসন করে নেয় এই গান। তাই এই সুরকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতাসহ আর্থিক নিরাপত্তা কথা জানান আগত শিল্পীরা। 

ভাওয়াইয়া শিল্পীদের দাবি, দীর্ঘ সময় অবহেলার কারণে হারিয়ে যাচ্ছে এই লোকজ সংস্কৃতি। আর ভাওয়াইয়া গানের সংরক্ষণ, গবেষণা আর প্রচার-প্রসারে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার কথা জানান ভাওয়াইয়া গবেষকরা।

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান উদ্বোধনী বক্তব্যে বলেন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ অঞ্চল রংপুর। ভাওয়াইয়া উত্তরাঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য-সম্পদ। আধুনিকতার সাথে গা ভাসিয়ে বর্তমান প্রজন্ম শিকড়ের ভাওয়াইয়া থেকে অনেক দূরে। তাদের মাঝে ভাওয়াইয়াকে বাঁচিয়ে রাখার জন্য এই আয়োজন।

উৎসবের প্রথম দিনে রংপুর বিভাগের আট জেলার শতাধিক ভাওয়াইয়া শিল্পী সংগীত পরিবেশন করেন। উৎসবটি চলবে আগামি ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

আমিরুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়