ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরা সীমান্তে ১৪ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ৯ সেপ্টেম্বর ২০২৩  
সাতক্ষীরা সীমান্তে ১৪ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ১৪টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কলারোয়ার কেড়াগাঁছি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৮)। বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতে স্বর্ণ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে কেড়াগাঁছি সীমান্ত এলাকায় অবস্থান নেন বিজিবির তলুইগাছা বিওপির সদস্যরা। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যানের চালক জাহাঙ্গীর হোসেনকে চ্যালেঞ্জ করার পর ভ্যানটি তল্লাশি চালিয়ে কৌশলে ভ্যানের ব্যাটারির বাক্সে রাখা ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৩২ গ্রাম ৯৬০ মিলিগ্রাম। যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা।

বিজিবি অধিনায়ক আরও বলেন, আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

শাহীন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়