কলাপাড়ায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর গহবধূ হত্যা মামলার প্রধান আসামি রাজিব হাওলাদারকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল সোমবার রাত ১১টার দিকে আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজিবকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। পরে দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠায়।
পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর বালিয়াতলীর লেমুপাড়া গ্রামের নিজ বাড়িতে লোহার রড দিয়ে পিটিয়ে এবং গলায় ফাঁস দিয়ে স্ত্রী নারগিস বেগমকে (২২) হত্যা করেন স্বামী রাজিব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। ঘটনার পরের দিন নারগিসের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রাজিবকে প্রধান আসামি করে ৫ জনের নামে কলাপাড়া থানায় হত্যা মামলা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, রাজিব প্রাথমিকভাবে তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইমরান/ মাসুদ