রাজবাড়ীতে বালুচাপায় নিহত ৩
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজবাড়ীতে চাতালে কাজ করার সময় বালুচাপায় ৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটে হান্নানের বালুর চাতালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ী সদরের দয়ালনগরের বালুর চাতাল মালিকের বড় ভাই আব্দুর রহিম শেখ (৫৫) জৌকুড়া এলাকার ভেকু চালক মারুফ শেখ (২০) ও ট্রাকচালক ইমরান। তিনি কুষ্টিয়া জেলার মহিশখালা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, জৌকুড়া ঘাট এলাকায় ব্যবসায়ী হান্নানের বড় বালুর চাতাল আছে। চাতাল থেকে নিয়মিতই বালু বিক্রি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে ১০ চাকার একটা বড় ট্রাকে ভেকু দিয়ে বালু তোলা হচ্ছিলো। এ সময় ট্রাকের চাকা বালুতে আটকে গেলে গাড়ির ড্রাইভারসহ অনান্যরা ট্রাকের চাকার নিচের বালু সরাচ্ছিলেন। এমন সময় বালুর স্তুপ ভেঙে তাদের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, এ দুর্ঘটনায় এখানে চাতাল মালিকের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ। বালুর চাতাল কী পরিমাণ উচ্চতায় থাকার দরকার সেটা কী অবস্থায় ছিলো সব আমরা খতিয়ে দেখবো।
রবিউল/ইভা