হাসপাতালে চিকিৎসা না পেয়ে সড়কে সন্তান প্রসবের অভিযোগ
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা না পেয়ে এক গৃহবধূ সড়কে সন্তান প্রসব করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের জিলা স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
বেসরকারি এনজিও জাগো নারীর পরিচালক হোসনে আরা হাসি বলেন, বুধবার সকালে মুন্নী নামের ওই গৃহবধূ বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। একপর্যায়ে তার প্রসব বেদনা উঠে। এ সময় স্বজনেরা সেখানকার দায়িত্বরত নার্সদের নরমাল ডেলিভারির জন্য অনুরোধ করেন। তবে, নার্সরা চিকিৎসক সংকটের কথা বলে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে যেতে বলেন।
তিনি আরো বলেন, গৃহবধূর স্বজনেরা উপায় না পেয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু জিলা স্কুলের সামনে পৌঁছালে প্রসব বেদনায় অসুস্থ হয়ে পড়েন মুন্নী। পরে এনজিওকর্মী নাজমা বেগম তাকে সড়কেই নরমাল ডেলিভারিতে সহায়তা করেন।
এনজিওকর্মী নাজমা বেগম বলেন, সড়কে একটি অটোরিকশায় এক গৃহবধূর কান্নার শব্দে শুনে এগিয়ে যাই। কিন্তু এনজিওর ভেতরে নেওয়ার আগেই তিনি সড়কে সন্তান প্রসব করেন। দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসকিয়া সিদ্দিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক লোকমান হাকিম বলেন, এমন কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে মুন্নী নামের এক গৃহবধূ তার নবজাতক সন্তান নিয়ে ভর্তি আছেন। বর্তমানে দুজনই সুস্থ আছে।
ইমরান/কেআই