ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীর ২ যুবক লিবিয়ায় বন্যায় নিহত

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২১:০৩, ১৪ সেপ্টেম্বর ২০২৩
রাজবাড়ীর ২ যুবক লিবিয়ায় বন্যায় নিহত

শাহিন রেজা ও সুজন খান

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় রাজবাড়ী জেলার দুই জন প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

রাজবাড়ী জেলার নিহতরা হলেন— পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের দুলাল খানের ছেলে সুজন খান (২৩) ও একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের আরশেদ মন্ডলের ছেলে শাহিন রেজা (৪০)।

আরো পড়ুন:

সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে দারনা শহরে বসবাসরত ছয় জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্য থেকে চার জনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। অন্য দুইজন হলেন, নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত বাকি দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ ছাড়া দারনা শহরে বসবাসরত আরও কিছু সংখ্যক বাংলাদেশি নিখোঁজ থাকার আশঙ্কা রয়েছে।

শাহিনের বাবা আরশেদ মন্ডল বলেন, ‘প্রায় ১০ মাস আগে অনেক কষ্ট করে শাহিনকে লিবিয়াতে পাঠাই। সব কিছু ভালোই চলছিল। হঠাৎ ঘুর্ণিঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেছে আমার। লিবিয়ায় বন্যায় আমার ছেলে মারা গেছে। তাকে লিবিয়াতেই দাফন করা হয়েছে।’

সুজনের বড় ভাই জুবায়ের খান বলেন, ‘আমরা চার ভাই-বোন। সুজন আমার ছোট। ২০১৯ সালে সুজন লিবিয়াতে যায়। অনেক ছোট বয়স থেকে ও প্রবাসে থাকে। তার উপরেই সংসারের দায়িত্ব ছিল। হঠাৎ খবর পেলাম সুজন লিবিয়াতে ঘূর্ণিঝড়ে মারা গেছে। তার মরদেহ কী অবস্থায় আছে জানি না। তবে আমার মামাত ভাই লিবিয়াতে থাকে। তার মাধ্যমে জানতে পেরেছি, সুজনের মরদেহ দাফন হয়ে গেছে। আবারও অন্য এক মাধ্যমে খবর পেরেছি, মরদেহ এখনো দাফন করা হয়নি। জানি না তার মরদেহ কোন অবস্থায় আছে।’

রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ জানান, বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে তারা বিষয়টি জানার পর মৃতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চালান। রাত ১০টার দিকে মৃত দুই জনের পরিচয় জানতে পারেন।

রবিউল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়