ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ১৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৫:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২৩
কক্সবাজারে বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার

কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে একটি বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের সমিতিপাড়া এলাকা থেকে অতি বিরল প্রজাতির প্রাণিটি উদ্ধার করে বনবিভাগে নিয়ে যান ফয়সাল নামের এক যুবক। 

বিষয়টি নিশ্চিত করেছেন নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) জেলা ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম।

তিনি  বলেন, ‘প্রথমে ফয়সাল বনরুইটি দেখতে পান। তিনি এটিকে ধরেন। সিপিজি ও ব্লু গার্ড কর্মীরা ফয়সালের কাছ থেকে বনরুইটি উদ্ধার করে। পরে এটি কক্সবাজার বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। বনবিভাগ বনরুইটি হিমছড়ি জাতীয় উদ্যানে পাহাড়ে অবমুক্ত করবে।’

তিনি আরও বলেন, ‘বনরুইটি হিমছড়ি পাহাড় থেকে গভীর রাতে সামুদ্রিক মাছ খেতে সাগরে নেমেছিলো বলে ধারণা করা হচ্ছে। পরে এটি সাগরে ভেসে এসে সমিতি পাড়া সৈকতে এসে থাকতে পারে।’

জানা যায়, বনরুই একটি আঁশযুক্ত স্তন্যপায়ী প্রাণী। দেখতে অনেকটা রুই মাছের মতো। বনরুই ছাড়া অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর শরীর শক্ত আঁশে আবৃত নয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকা অনুযায়ী বনরুই বিশ্বব্যাপী মহাবিপন্ন প্রাণী।



 

তারেকুর রহমান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়