ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ ৫ শিশু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ১৫ সেপ্টেম্বর ২০২৩  
ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ ৫ শিশু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইঁদুর মারার বিষ খেয়ে পাঁচ শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের মেরাশানী গ্রামে ঘটনাটি ঘটে। অসুস্থ শিশুরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

 

অসুস্থ শিশুরা হলো- মেরাশানী গ্রামের আউশ মিয়ার মেয়ে জান্নাত (২) ও বর্ষা (৭), জজ মিয়ার মেয়ে তিশা (১) ও ছেলে আলামিন (৩) এবং শাহীন শাহের ছেলে শুভ (৪)। এদের মধ্যে বর্ষা, শুভ ও আলামিনকে গতকাল রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিশুদের দাদা মো. মিয়াব আলী জানান, বাড়ির পাশেই গতকাল পাঁচ শিশু খেলা করছিল। এসময় বাড়ির গর্তে ইঁদুর মারতে দেওয়া বিষ খেয়ে ফেলে তারা। পরিবারের লোকজনই এ গর্তে বিষ দিয়ে রেখেছিলেন ইঁদুর মারার জন্য। পরে শিশুরা সবাই অসুস্থ হয়ে পড়লে জান্নাত ও তিশাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বাকি তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়।

মাইনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়