ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বোনের স্বামীকে হত্যা, আসামি আটক 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৩  
বোনের স্বামীকে হত্যা, আসামি আটক 

মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করানোর জেরে নিজ বোনের স্বামীকে কুপিয়ে হত্যাকারী শেখ রহমানকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক আমিনুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। 

আরো পড়ুন:

আটক রহমান উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের মৃত শেখ তফির ছেলে। 

আরও পড়ুন: রিহ্যাবে ভর্তি নিয়ে বিরোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা

র‌্যাবের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, রহমান মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে তিনি চুরি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। এ বিষয়টি নিয়ে বোনের স্বামী রাসেল আলোচনা করেন রহমানের পরিবারের সঙ্গে। পরে রহমানকে তিনি চিকিৎসার জন্য একটি মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করেন। গত ১৩ সেপ্টেম্বর রাতে ঘরের জানালা ভেঙ্গে রাসেলের ঘরে প্রবেশ করেন রহমান। এসময় তিনি ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত  রাসেলের মাথায় কোপ দেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

রতন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়