ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রূপগঞ্জে শিশুকে ধর্ষণ-হত্যা: ১ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ১৭ সেপ্টেম্বর ২০২৩  
রূপগঞ্জে শিশুকে ধর্ষণ-হত্যা: ১ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যা মামলায় মোশারফ মিয়া নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় লাশ গুম করায় আসামির পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্ত মোশারফ কেন্দুয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি শিশুর দুরসম্পর্কের দাদা হয়।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ২৩ অক্টোবর শিশুকে ধর্ষণ শেষে হত্যা করেন আসামি। পরে নিহত শিশুর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দিলেন। 
 

রাকিব/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়