ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৩  
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতি অনুসারে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে মনসা ও বিশ্বকর্মা পূজা। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, সাতক্ষীরা পলাশপোল গুড় পুকুর বটতলায় মন্ত্র জপ, উলু ধ্বনি, ঢাক ঢোল ও শঙ্খ ধ্বনির মধ্যে পূজিত হলেন সর্প দেবী মা মনসা। 

অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের কারিগররা পূজাঅর্চনায় ব্রতী হলেন শ্রী শ্রী বিশ্ব কর্মা দেবতার। 

পূজার কার্যক্রম পরিচালনা করেন পুরোহিত তাপস চক্রবর্তী। 

এদিকে সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে এই দিনে ৩শ বছরেরও পুরানো ঐতিহ্যবাহি “গুড় পুকুরের মেলা” শুরু হওয়ার কথা থাকলেও সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরকর্তৃপক্ষের সিদ্ধান্তে আগামী ২০ সেপ্টেম্বর এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

শাহীন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়