চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক গ্রেপ্তার
চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শাকিল আরাফাত (৩৫) নামের ওই শিক্ষককে আটক করে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার দায়ের করেছেন।
শাকিল আরাফাত ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি উক্ত স্কুলের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাববুর রহমান জানান, শিক্ষক শাকিল আরাফাত তার বাসায় প্রাইভেট পড়াতো একই স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রীকে। প্রাইভেট পড়ানোর সময় স্কুলের পরীক্ষার খাতা দেখার নাম করে ওই ছাত্রীকে তার ভাড়া বাসার বেডরুমে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন তিনি। বিষয়টি ছাত্রী তার স্বজনদেরকে জানালে ছাত্রীর বাবা চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে।
মামুন/টিপু