ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

কুমিল্লায় সাত্তার হত্যা: ৫ আসামি গ্রেপ্তার 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩
কুমিল্লায় সাত্তার হত্যা: ৫ আসামি গ্রেপ্তার 

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুমিল্লার বরুড়া উপজেলার জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৫৫) হত্যা মামলার পাঁচ আসামিকে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে দাউদকান্দি উপজেলার টোলপ্লাজা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

গ্রেপ্তার আসামিরা হলেন, বরুড়া উপজেলার জালগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে রিমন (২০), একই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), মৃত কলিম উদ্দিনের ছেলে সেকান্দার আলী (৬০), মৃত আব্দুল গনির ছেলে জয়নাল (৪৬) ও আসামি আজাদ (৪০)।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি এ সব তথ্য জানান, র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক এ কে মুনিরুল আলম। এতে বলা হয়, গত ০১ সেপ্টেম্বর বরুড়া থানার জালগাঁও গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার (৫৫) নিজ জমিতে চাষাবাদ করতে গেলে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আসামিরা লাঠিসোঁটা দিয়ে তাকে মাথায় আঘাত করে। এর ফলে সাত্তার মাটিতে লুটিয়ে পড়ে। পরে সাত্তার বাঁচার জন্য পালানোর চেষ্টা করলে কচুক্ষেতের জলার মধ্যে আসামি ইমন, রাজ্জাক ও আজাদ লাঠি দিয়ে পিটিয়ে সাত্তারের বাম পা ভেঙে দেয় এবং চাকু দিয়ে আঘাত করে। সাত্তারের মৃত্যু নিশ্চিত জেনে আসামিরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাত্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনা নিহতের স্ত্রী রোশন আরা বেগম (৪০) বাদী হয়ে কুমিল্লার বরুড়া থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক এ কে মুনিরুল আলম জানান, আসামিদের আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
 

রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়