ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় সড়ক দুঘর্টনায় নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ২১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ০৮:২৩, ২১ সেপ্টেম্বর ২০২৩
কুষ্টিয়ায় সড়ক দুঘর্টনায় নিহত ২

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকার সেনের চাতালের কাছে ঘটনাটি ঘটে।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এতথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের বাসিন্দা নুরুজ্জামান ও শয়ন।

ওসি লিয়াকত আলী জানান, গতকাল দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চাতালের এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ইজিবাইক উল্টে যায়। এসময় নুরুজ্জামান ও শয়ন নামের ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে আহত নুরুজ্জামানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে যাওয়ার সময় রাত ৮টার দিকে মারা যান নুরুজ্জামান। অপর আহত শয়ন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রাত ৯টার দিকে মারা যান।

কাঞ্চন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়