ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাদামের বস্তায় ফেনসিডিল, গ্রেপ্তার ১

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ২১ সেপ্টেম্বর ২০২৩  
বাদামের বস্তায় ফেনসিডিল, গ্রেপ্তার ১

লালমনিরহাটের আদিতমারীতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বাদামের বস্তায় লুকিয়ে রাখা অবস্থায় ১ হাজার ১৪৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। এসময়  মাদক কারবারি সজল হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশীর আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরো পড়ুন:

গ্রেপ্তার সজল হোসেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম এলাকার নজরুল ইসলামের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার সাপটিবাড়ী বিসিক শিল্পনগরীর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব। এসময় বুড়িমারী থেকে লালমনিরহাটের দিকে বাদাম নিয়ে যাওয়া একটি ট্রাককে থামানো হয়। ট্রাক তল্লাশি করে বাদামের বস্তার ভেতর থেকে ১ হাজার ১৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় সজল হোসেনকে। ট্রাকটিও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আদিতমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

জামাল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়