ঢাকা     শনিবার   ১২ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৭ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৫:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২৩
চট্টগ্রাম বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

রাইচ কুকাকের ভেতর লুকিয়ে পাচার করে আনার সময় চট্টগ্রাম বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৭০০ গ্রাম। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিযার একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আলীর কাছ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। 

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস হাউসের ডিপুটি কমিশনার আহসান উল্লাহ স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে শারজাহ থেকে আসা ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আলী কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহ হয়। পরে তার লাগেজ স্ক্যান করে সেখানে স্বর্ণের অস্থিত্ব পাওয়া যায়। তার লাগেজে থাকা একটি রাইচ কুকারের ভেতর অভিনব কায়দায় লুকানো ছিল স্বর্ণ। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য দেড় কোটি টাকা। এই ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

আরো পড়ুন:

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়