ঢাকা     বৃহস্পতিবার   ১২ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৮ ১৪৩১

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৩  
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

কুমিল্লা আদর্শ সদর উপজেলা থেকে বিদেশি পিস্তল, রিভলভার, গুলি ও ম্যাগজিনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন- রিপন (৩২), সাজ্জাদ আলম (২১), কাজী আল রাব্বী (২৯) ও মোস্তফা রেজওয়ান হায়দার (২৯)।

নাজমুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মোটরসাইকেলযোগে ৪ যুবক কুমিল্লা নগরীতে প্রবেশ করছিল। পরে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ৫ রাউন্ড গুলি, ম্যাগজিন এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আরও ৭ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১টি পিস্তলের গুলির খোসা ও ২টি পিস্তলের কভারের সন্ধান দেয় তারা। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তা উদ্ধার করে।

রুবেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়