ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩  
গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

গাইবান্ধার সাঘাটায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সোমনাথ সাহা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উল্যাবাজার-সাঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোমনাথ সাহা ভরতখালী ইউনিয়নের উল্যাবাজারের ব্যবসায়ী সুজন সাহার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে রাস্তা পারাপারের সময় উল্যাবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার  ধাক্কায় ছিটকে পড়ে সোমনাথ। গুরুতর আহত সোমনাথকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন। তিনি বলেন, দুপুর ১২টার দিকে আমাদেরকে খবর দেওয়া হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাসুম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়