ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিদ্যুৎস্পৃষ্টে নিহত একই পরিবারের ৩ জনের দাফন ঝালকাঠিতে সম্পন্ন

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ২৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
বিদ্যুৎস্পৃষ্টে নিহত একই পরিবারের ৩ জনের দাফন ঝালকাঠিতে সম্পন্ন

আগলপাশা গ্রামে আজ সকালে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া বাবা-মা ও মেয়ের জানাজায় অংশ নেন গ্রামবাসী

রাজধানীর মিরপুরের ঢাকা কমার্স কলেজে সংলগ্ন ঝিলপাড় বস্তির পাশের সড়কে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যাওয়া চারজনের মধ্যে একই পরিবারের মা-বাবা ও মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগলপাশা গ্রামে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

এদিকে, দুর্ঘটনার সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে বেঁচে যাওয়া সাত মাসের শিশু মোহাম্মদ হোসেনের কান্নায় গ্রামের পরিবেশ ভারি হয়ে ওঠে। মা-বাবা ও বোনকে হারানো এই শিশুর কান্না স্তব্ধ করে দেয় সবাইকে।

আরো পড়ুন:

মারা যাওয়া একই পরিবারের তিনজন হলেন- মিজান হাওলাদার (৩৫), তার স্ত্রী মুক্তা (২৫) ও মেয়ে লিমা (৭)।

মারা যাওয়া মিজান হাওলাদারের বোন ও বেঁচে যাওয়া শিশু হোসেনের ফুপু নাসরিন আক্তার জানান, কিছুতেই আমার ছোট বাবার (হোসেন) কান্না থামছে না। আমার বাবা এখন আমার সঙ্গেই থাকবে। কিন্তু বাবা মায়ের অভাব কি করে পূরণ করবো। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

নিহত মিজান-মুক্তা দম্পতির বেঁচে যাওয়া সন্তান হোসেন 

মিজান হাওলাদারের বাবা নাসির হাওলাদার বলেন, আমার ছেলে, ছেলের বউ, নাতনীর লাশ গতকাল শুক্রবার রাত ৩টার দিকে ঝালকাঠিতে এনেছি। আজ সকাল ৯টায় জানাজা হয়েছে। পরে তাদের গ্রামের বাড়িতে দাফন করেছি। আমার ৭ মাস বয়সী নাতি হোসেনকে আল্লাহ রেখেছেন। ওকে মানুষের মতো মানুষ করবো।

অলোক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়