ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু 

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু 

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও চার জনের মৃত্যু হয়েছে। জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ ছাড়া জেলায় ২৪ ঘণ্টায় ৩০৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

ডেঙ্গুতে মারা গেছেন তারা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার আসমত আলীর স্ত্রী খাদিজা বেগম (৬০), মধুখালী উপজেলার বাঘবাড়ী গ্রামের কৃষ্ণপদ পাল (৪০), সদরপুর উপজেলার জাকেরের ডাঙ্গী গ্রামের তাজল মোল্লা (৫৫) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাইতকান্দী গ্রামের হারুন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৮)।

আরো পড়ুন:

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩০৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯৭ জন। এ ছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৪৪ জন ডেঙ্গু রোগী।
 

তামিম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়