ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

ধামরাইয়ে বজ্রপাতে দুই গরুর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩  
ধামরাইয়ে বজ্রপাতে দুই গরুর মৃত্যু

ফাইল ফটো

ঢাকার ধামরাইয়ে বজ্রপাতে এক কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের কুশুরা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক বলেন, সকালের দিকে গোয়াল ঘরে গরু দুটি বেঁধে রেখেছিলাম। সাড়ে ১১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুটি গরু মারা যায়। ধারদেনা করে গরু দুটি কিনেছিলাম। নিঃস্ব হয়ে গেলাম।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, ঘটনাটি আমার এলাকায়। ওই কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে যদি কোনও সহযোগিতা লাগে, তাহলে করা হবে।

সাব্বির/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়