ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জ জেলা যুবলীগের সদস্য সংগ্রহ 

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ২৪ সেপ্টেম্বর ২০২৩  
হবিগঞ্জ জেলা যুবলীগের সদস্য সংগ্রহ 

সদস্য সংগ্রহের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপি

নতুন সদস্য যোগ করছে হবিগঞ্জ জেলা যুবলীগ। জেলায় ৭ হাজার ৯০০ জন সদস্য সংগ্রহ ও নবায়ন করার লক্ষ্য নিয়েছে সংগঠনটি। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ পৌরসভা এবং সদর উপজেলায় সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পৌর টাউন হলে আয়োজন করা উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপি প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী ও অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন।

আরো পড়ুন:

হবিগঞ্জ জেলার ৭৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ১০০ জন করে মোট ৭ হাজার ৯০০  জন সদস্য সংগ্রহ ও নবায়ন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন জানান, প্রথম ধাপে ২ হাজার সদস্য সংগ্রহ ও নবায়ন করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ৫ হাজার ৯০০ জনকে নবায়ন এবং সংগ্রহের কাজ চলমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচি জেলা পর্যায়ে বাস্তবায়নসহ সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করার জন্য যুবলীগকে নির্দেশনা দেন এমপি আবু জাহির।
 

মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়