ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

ফরিদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ২৪ সেপ্টেম্বর ২০২৩  
ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম (৫৭) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে মশাবাহিত রোগীটিতে আক্রান্ত হয়েছেন ২৮২ জন। 

রোববার (২৪ সেপ্টেম্বর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান।

আরো পড়ুন:

মারা যাওয়া জাহানারা বেগম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বনমালীদিয়া এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী। তিনি গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। একইদিন রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৮২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮৭ জন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত মারা গেছেন ৪৫ জন। 

তামিম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়