ঢাকা     বৃহস্পতিবার   ১২ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৮ ১৪৩১

টাঙ্গাইলে জমিতে মাষকালাই রোপণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ২৪ সেপ্টেম্বর ২০২৩  
টাঙ্গাইলে জমিতে মাষকালাই রোপণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইল সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সদর উপজেলার হুগড়া ইউনিয়নের কাশিনগর গ্রামে সকালে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

হুগড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ছানোয়ার হোসেন জানান, সকালে চাচাতো ভাইদের মধ্য জমিতে মাষকালাই ডালের ছিটানোকে কেন্দ্র করে মারামারি হয়। এসময় উত্তর বেগুটাল গ্রামের মো. কাঙ্গালীর ছেলে আ. রহিম মারা যান।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে কাশিনগর গ্রামের সাগরের সঙ্গে তার চাচা আব্দুল হালিম ও চাচাতো ভাইদের মধ্য জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে সাগর বিরোধপূর্ণ জমিতে মাষকালাইয়ের বীজ রোপণ করতে যান। এসময় চাচা আব্দুল হালিম ও তার ছেলেরা সাগরকে হাতুরি দিয়ে পেটাতে থাকেন। সাগরের চিৎকারে তার ছেলেরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে আহতদের মধ্যে আব্দুর রহিমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাওছার/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়