ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেওপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ কারাগারে ৪

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২১:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০২৩
দেওপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ কারাগারে ৪

সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ চার জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঘাটাইল-বাসাইল আমলী আদালতের বিচারক ইসমত আরা। 

আরো পড়ুন:

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় আসামিদের ঘাটাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই এলাকার শামসুল হকের ছেলে আব্দুল মতিন (৩৫), মৃত সাগর সিকদারের ছেলে উজ্জল সিকদার (৪০), মৃত জাফরের ছেলে মো. আলম (৩৮) ও মো. নাজমুল ইসলাম (২৮)।

খোঁজ নিয়ে জানা যায়, টাঙ্গাইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জারীকারক মো. মোশারফ হোসেন গতকাল সকাল ১১টার দিকে দেওপাড়ার মো. শামসুল হকের স্ত্রী মোছা. আনোয়ারা বেগমের সমন জারি করার জন্য যাচ্ছিলেন। দেওপাড়া ভাঙা ব্রিজের কাছে পৌঁছালে মোশারফ হোসেনের পথরোধ করেন অভিযুক্তরা। মোশারফের কাছে ১০০ টাকা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানান তিনি। পরে আব্দুল মতিনের নেতৃত্বে মোশারফ হোসেনকে মারধর করে অভিযুক্তরা। সেখান থেকে উদ্ধার হয়ে বিষয়টি নিজের ওপরের কর্মকর্তাকে অবগত করেন মোশারফ। পরে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মো. উজ্জল সিকদার, মো. আলম ও মো. নাজমুল ইসলামকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়। পরে মো. মোশারফ হোসেন বাদী হয়ে অভিযুক্তদের আসামি করে ঘাটাইল থানায় মামলা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল আদালত পরিদর্শক মো. তানবীর আহমেদ বলেন, আসামিরা ঘাটাইল-বাসাইল আমলী আদালতে উপস্থিত হয়ে জামিন চান। আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কাওছার/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়