ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে আলুর দাম বেশি রাখায় জরিমানা

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ২৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:৪১, ২৫ সেপ্টেম্বর ২০২৩
বাগেরহাটে আলুর দাম বেশি রাখায় জরিমানা

বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি ও মূল্য তালিকা না থাকায় একটি কোল্ড স্টোরেজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের মুনিগঞ্জ হাড়িখালী এলাকায় অবস্থিত বি ই কোল্ড স্টোরেজ এন্ড এগ্রো প্রসেসিং লিমিটেডে অভিযান চালিয়ে এ জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। 

আরো পড়ুন:

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ একটি কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানটিতে মূল্য তালিকা না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করতে দেখা যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর  ৪০ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে কোল্ড স্টেরেজটির কর্তৃপক্ষ জরিমানার অর্থ পরিশোধ করেন। জনস্বার্থে আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শহিদুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়