চুয়াডাঙ্গায় রডের আঘাতে স্ত্রীকে খুন
চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
চুুয়াডাঙ্গা পৌর এলাকায় আনোয়ার নামে এক লন্ড্রি ব্যবসায়ীর বিরুদ্ধে তার স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় রডের আঘাতে তার মেয়েও গুরুতর আহত হয়েছে।
লন্ড্রি ব্যবসায়ীর নিহত স্ত্রীর নাম নয়নতারা। তিনি দুই সন্তানের জননী। রড দিয়ে স্ত্রীকে পেটানোর সময় ঠেকাতে গিয়ে বড় মেয়ে নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল আরা টুনি মাথায় রডের আঘাতে গুরুতর আহত হয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় চুুয়াডাঙ্গা পৌর এলাকার সুমুর্দিয়া কলোনি পাড়ায় এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আনোয়ার পলাতক রয়েছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত নয়নতারার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নয়নতারার মেয়ে জান্নাতুল আরা টুনি ও স্বজনরা এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, দীর্ঘ ১৭ বছরের সংসার নয়ন তারার। তবে বিয়ের পর থেকে আনোয়ার প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। তাদের মধ্যে বিবাদ লেগেই থাকতো। ২২ দিন আগে নয়নতারা মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে বাবার বাড়িতে যায়। সোমবার (২৫ সেপ্টেম্বর) বাদআসর বাবার বাড়ি থেকে আসে। এদিকে রাত ৯টার দিকে আনোয়ার বাড়ি ফিরে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়।
ঘাতক আনোয়ারের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তাকে আটকের জন্য জোর অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
এম এ মামুন/টিপু