ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি: নড়াইলে জামিন পেলেন গয়েশ্বর

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩
বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি: নড়াইলে জামিন পেলেন গয়েশ্বর

শহিদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করার অপরাধে দায়ের হওয়া মানহানির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে নড়াইলের আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা জামিন মঞ্জুর করেন। এসময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন:

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ।  

মামলার বিবরণে জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায় ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় বিএনপির এক কর্মসূচির আলোচনা সভায় শহিদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করেন গয়েশ্বর চন্দ্র রায়। এ ঘটনায় তার নামে শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আশিক বিল্লাহ একই বছরের ২৯ ডিসেম্বর নড়াইলের আমলী আদালতে ১ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

শরিফুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়