ঢাকা     মঙ্গলবার   ১২ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩০

ডোবায় মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১১:১১, ২৮ সেপ্টেম্বর ২০২৩
ডোবায় মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফাইল ফটো

মাগুরার মহম্মদপুর উপজেলায় ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়িয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়ার মহিমানগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনও এক সময় ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরাহান উল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শাহীন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়