ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৩
প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে কুয়েত প্রবাসী চাঁন মিয়ার বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল নগদ এক লাখ টাকা ও সাড়ে ৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

কুয়েত প্রবাসী চান মিয়ার স্ত্রী লাইলী আক্তার বলেন, ডাকাতদল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আমাকে ঘুম থেকে ডেকে তোলে। এ সময় চিৎকার করলে তারা আমাকে মারধর করে এবং আমার সন্তানকে হত্যার হুমকি দেয়। বাসায় আমি আর আমার শাশুড়ি বাচ্চাদের নিয়ে থাকি।

তিনি বলেন, ভয়ে তাদের একটি ড্রেসিং টেবিলের তালা খুলে দেই। বাকিগুলো খুলে দিতে রাজি না হওয়ায় আমাকে তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তারা অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।

লাইলী আক্তার বলেন, ডাকাতদল সাড়ে ৭ ভরি স্বর্ণ, নগদ এক লাখ টাকা, দুটি মোবাইল, একটি ৪৮ ইঞ্চি টিভি ও সিসি টিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা সবার হাত-মুখ বেঁধে রেখে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।

তামিম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়