অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম মর্জিনা আক্তার তাসলিমা (৩৩)।
রোববার (১ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, গতকাল রাত ১০টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নে বাগুয়া গ্রামে ওই গৃহবধূকে পিটিয়ে আহত করেন তার স্বামী শফিক মিয়া।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া হয়। একপর্যায়ে শফিক মিয়া মোড়া দিয়ে তাসলিমাকে পিটিয়ে আহত করেন। আজ সকালে তাকে আহতাবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিলন/কেআই