ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নৌকায় ভোট চাইলেন মনোনয়ন প্রত্যাশী মোস্তাক 

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ১ অক্টোবর ২০২৩   আপডেট: ২১:১২, ১ অক্টোবর ২০২৩
নৌকায় ভোট চাইলেন মনোনয়ন প্রত্যাশী মোস্তাক 

বক্তব্য রাখছেন মোস্তাফিজুর রহমান মোস্তাক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে গণসংযোগ করেছেন জয়পুরহাট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

রোববার (১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার হিচমী বাজারে গণসংযোগ শেষে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া চান। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে এ আসনে দলীয় মনোনয়ন দেবেন নৌকার পক্ষে তার হয়ে কাজ করারও অঙ্গীকার করেন তিনি। 

আরো পড়ুন:

এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা সামসুল আলম, মহসিন আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদস্য খোরশেদ আলম সৈকত, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মামুনুর রশীদ মামুন প্রমুখ।
 

শামীম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়