ঢাকা     মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩০

ফরিদপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার 

ফরিদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ১ অক্টোবর ২০২৩   আপডেট: ২১:৩৫, ১ অক্টোবর ২০২৩
ফরিদপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার 

ফরিদপুরে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি সালাম মুন্সীকে (৬০) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মুসলিমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১ অক্টোবর) র‌্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার মুসলিমনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে ফরিদপুরের সালথা থানায় দায়ের করা একাধিক মামলার আসামি সালাম মুন্সীকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি। 

সালাম মুন্সীর বাড়ি সালথা থানার বড় খরদিয়া গ্রামে। মামলার পর থেকে তিনি একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। জামিনে মুক্তি পেয়ে দীর্ঘ দিন পলাতক ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

তামিম/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়