ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গভীর সাগরে ডুবন্ত জাহাজ থেকে ১৩ নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ১ অক্টোবর ২০২৩  
গভীর সাগরে ডুবন্ত জাহাজ থেকে ১৩ নাবিক উদ্ধার

গভীর সাগরে তলা ফেটে ডুবতে থাকা একটি লাইটার জাহাজ থেকে ১৩ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার (১ অক্টোবর) বিকেলে তাদের চট্টগ্রাম উপকূলে ফিরিয়ে এনে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে অর্ধ ডুবন্ত জাহাজ থেকে তাদের উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, শনিবার সকালে এমভি হুমাইরা নামের লাইটার জাহাজটি চট্টগ্রাম থেকে ৭৫০ টন কয়লা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকার পরেও জাহাজটি সাগর পাড়ি দিতে থাকে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একপর্যায়ে লাইটার জাহাজটির হ্যাজকভার ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজের ভেতরে পানি ঢুকতে থাকে এবং ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীন ভাবে সাগরে ভাসতে থাকে।

পরবর্তীতে ভাসানচর লাইট হাউস থেকে আনুমানিক ১০ দশমিক ৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে জাহাজটি নোঙর করা হয়। এ সময় নাবিকেরা ফোন করে প্রশাসনের কাছে সহায়তা চায়। খবর পেয়ে কোস্ট গার্ড অভিযান চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে অর্ধ ডুবন্ত জাহাজ থেকে ১৩ নাবিককে উদ্ধার করে।

রেজাউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়