ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমারখালীতে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১ অক্টোবর ২০২৩  
কুমারখালীতে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় এক স্কুটি চালক নিহত হয়েছেন। রোববার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমা খাতুন (৩২) নন্দনালপুর ইউনিয়নের বজরুখ বাঁখই গ্রামের হারুণ প্রামাণিকের স্ত্রী ও খোকসা ব্র্যাক এনজিওর হিসাবরক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমা খাতুন আলাউদ্দিন নগর থেকে স্কুটি চালিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। পুটিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তার স্কুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিমার মৃত্যু হয়।

কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ বলেন, অজ্ঞাতনামা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই এনজিওকর্মীর মৃত্যু হয়েছে।

কাঞ্চন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়