ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ২ অক্টোবর ২০২৩  
মুন্সীগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

মারা যাওয়া নেকবর হোসেন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের একদিন পর মো. নেকবর হোসেন (২২) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকার একটি ইট ভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত নেকবর হোসেন উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ সাজা মিয়ার ছেলে।  

আরো পড়ুন:

উপজেলার বালুচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো.ওয়াসিম আহমেদ জানান, গতকাল রোববার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নেকবর হোসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা রাতে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে গ্রামের একটি ইটভাটার কাছে তার লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নেকবর হোসেনের লাশ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, আমরা ধারণা করছি চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

রতন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়