ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে ধর্ষকের যাবজ্জীবন, সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ২ অক্টোবর ২০২৩  
বাগেরহাটে ধর্ষকের যাবজ্জীবন, সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র

বাগেরহাটের কচুয়ায় কিশোরীকে ধর্ষণের অপরাধে ফেরদাউস শেখ (৪৪) নামের কথিত কবিরাজকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (০২ অক্টোবর) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ধর্ষণে জন্ম নেওয়া সন্তানের বয়স ২১ বছর না হওয়া পর্যন্ত তার ভরণপোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে। ওই শিশু পিতা-মাতার পরিচয়ে পরিচিত হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। শিশুর ভরণপোষণের অর্থ সরকার আসামির বিদ্যামান সম্পত্তি বা প্রাপ্য সম্পত্তি থেকে আদায় করতে পারবে বলে আদালত জানিয়েছেন।  
 
আসামি ফেরদাউস শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার ঝালডাঙ্গা গ্রামের আবুল হাসান শেখের ছেলে।

আরো পড়ুন:

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৮ মার্চ দুপুরের দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীর বাড়িতে প্রবেশ করেন কবিরাজ পরিচয়দানকারী ফেরদাউস শেখ। এক পর্যায়ে কিশোরীকে জিম্মি করে ধর্ষণ করেন তিনি। লোকলজ্জার ভয়ে কিশোরী তখন বিষয়টি কাউকে জানায়নি। এক পর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়। পরে ৭ মাস পর ভিকটিমের মা বাদী হয়ে ফেরদাউস শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা করেন। 

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সিদ্দিকুর রহমান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী শেখ আনিছুর রহমান। 

সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা ন্যায় বিচার পেয়েছি। ধর্ষকের সম্পদ থেকে শিশুর ভরণপোষণের অর্থ আদায়ের বিষয়টি দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে অপরাধীরা এই ধরনের অপরাধ করার আগে চিন্তা করবে।’
 

শহিদুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়