ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেলাবতে চারা বাঁচাতে গিয়ে গাছের চাপায় মৃত্যু 

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২ অক্টোবর ২০২৩  
বেলাবতে চারা বাঁচাতে গিয়ে গাছের চাপায় মৃত্যু 

নরসিংদীর বেলাবতে নারকেল গাছের চারা রক্ষা করতে গিয়ে একাশি কাঠের গাছের নিচে চাপা পড়ে রতন মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের জহুরিয়াকান্দা পূর্বপাঁড়া গ্রামে ঘটনাটি ঘটে।   

মারা যাওয়া রতন মিয়া একই গ্রামের মৃত আব্দুল ছোবআন মিয়ার ছেলে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, জহুরিয়াকান্দা এলাকার গুসালাকান্দা মোড় থেকে জুইড়াকান্দা মোড় পর্যন্ত একটি গ্রামীন সড়ক নির্মাণের কাজ চলছে। সেজন্য সড়কের দুই পাশের বিভিন্ন প্রকারের গাছ ভেকু মেশিন দিয়ে উঠিয়ে ফেলছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। আজ বিকেলে জুহুরিয়াকান্দা গ্রামের নিহত রতন মিয়ার বাড়ির কাছের একটি একাশি কাঠের গাছ উঠানোর কাজ করছিলেন ভেকু মেশিনের চালক। কাঠের গাছের সঙ্গে লাগানো নারকেল গাছের চারার যাতে ক্ষতি না হয় সেজন্য  রতন মিয়া গিয়ে চারাটি রক্ষার চেষ্টা করেন। এসময় একাশি কাঠের গাছটি রতন মিয়ার ওপরে গিয়ে পড়ে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রতন মিয়াকে উদ্ধার করে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যান। কিন্তু ঢাকায় নেওয়ার পথে রতন মিয়ার মৃত্যু হয়।

বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেননি।

হৃদয়/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়