শেখ হাসিনার আগমন উপলক্ষে ফরিদপুরে আ.লীগের বর্ধিত সভা
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরিদপুর আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বর্ধিতসভা হয়েছে। সোমবার (২ অক্টোবর) বিকেলে রাসেল স্কয়ারস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরুল্লাহ বলেন, ‘নেত্রী আসবেন, আমরা সবাই খুশি। কী ঘটবে, কার লাভ হবে— তা আমরা চিন্তা করি না। কারণ নেত্রীকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি। নেত্রী আমাদের এলাকার মানুষকে অনেক ভালোবাসেন, তার উদার হৃদয়। নেত্রীর কাছে আমরা কিছু চাইব না, নেত্রীর কিছু দেওয়ার থাকলে তিনি দেবেন। তিনি যা দেবেন আমরা সানন্দে গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘নেত্রী চান সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক, কিন্তু বিরোধী দল ভোটের রাজনীতিতে অনেক পিছিয়ে। এ কারণে তারা ষড়যন্ত্রকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা মনে করেন, সেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন প্রতিবাদ করলে হয়ত তারা ক্ষমতায় আসবে। তারা বোঝে না, আমাদের সংবিধান অনুযায়ী ক্ষমতা পরিবর্তনের একটাই উপায়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা।’
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু।
আবদুর রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ নেত্রীর কাছ থেকে যা পেয়েছে, তা কারো কাছে চাইতে হয়নি। তাই ফরিদপুরে যা করা দরকার, তা আমাদের চেয়ে অনেক বেশি তার মনে আছে এবং তিনি সেভাবেই বাস্তবায়ন করবেন।’
তিনি আরও বলেন, ‘এদেশে যত ষড়যন্ত্রই থাকুক না কেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে তা উৎখাত করা হবে। সেই নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।’
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা।
আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এরপর ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় প্রেস ব্রিফিং করবেন। পরে ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
এদিন ট্রেনে করে পদ্মা সেতু পার হবেন প্রধানমন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে ঢাকার কমলাপুর স্টেশন থেকে বঙ্গ রেলস্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।
তামিম/বকুল
আরো পড়ুন