ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

পটুয়াখালীতে জেলের জালে সাড়ে ৮ কেজির পাঙাশ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ২ অক্টোবর ২০২৩   আপডেট: ১৯:৫৮, ২ অক্টোবর ২০২৩
পটুয়াখালীতে জেলের জালে সাড়ে ৮ কেজির পাঙাশ

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। সোমবার (২ অক্টোবর) দুপুরে মাছটি ধরা পড়ে। এরপর সেটি সদর ইউনিয়নের গোলখালি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। সেখান থেকে স্থানীয় বাজারে নিয়ে গেলে উৎসুক জনতা মাছটি একনজর দেখতে ভিড় করেন। পরে এক ব্যক্তি ৮৮২ টাকা কেজি দরে ৭৫০০ টাকায় মাছটি কিনে নেন।

জেলে মনির হাওলাদার বলেন, আমরা মূলত ছোট নৌকা দিয়ে মাছ শিকার করি। দুপুরে জাল ফেলার পরে অন্য মাছের সঙ্গে একটি পাঙাশ ধরা পড়ে। এ সময় মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয়েছে।

গোলখালী মৎস্য আড়তের স্বত্বাধিকারী আবিদুল হাসান তুয়েল বলেন, বর্তমানে নদীতে বড় বড় পাঙাশ ধরা পড়ছে। তবে, আমার আড়তে নিয়ে আসা চলতি মৌসুমের সবচেয়ে বড় মাছ এটি। মাছটি আমার এখানে নিয়ে আসার পরপরই বাজারে নিয়ে বিক্রি করে ফেলি।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, মাছের প্রজনন বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে প্রতি বছর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এছাড়া, অবৈধ জাল ও চাই উচ্ছেদ অভিযান চলমান থাকায় পাঙাশের উৎপাদন বেড়েছে। এর সুফল ভোগ করছেন জেলেরা। নদী এবং সাগরে প্রচুর বড় মাছ রয়েছে। এর মধ্যে, পাঙাশ অন্যতম। দশমিনার জেলেরাও বড় আকারের পাঙাশ মাছ শিকার করছেন। আজও তেঁতুলিয়া নদীতে সাড়ে ৮ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়েছে।

ইমরান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়