ঢাকা     মঙ্গলবার   ১২ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩০

গাজীপুরে ২ ভাতিজা হত্যায় ২ চাচা গ্রেপ্তার 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ২ অক্টোবর ২০২৩   আপডেট: ২১:০৪, ২ অক্টোবর ২০২৩
গাজীপুরে ২ ভাতিজা হত্যায় ২ চাচা গ্রেপ্তার 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই ভাতিজাকে হত্যার অভিযোগে দুই চাচাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

সোমবার (০২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম। নিহতরা হলো, শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের রুমান বেপারীর ছেলে রামিমুল হাসান বিজয় (১৪) ও উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ফাতিহা (২)।

রামিমুল হাসান বিজয়ের চাচা জুয়েল বেপারি ভাতিজাকে হত্যার পর থানায় এসে নিখোঁজ জিডি করেন। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

নিহত বিজয়ের বাবা রুমান বেপারী জানান, গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বাড়ির পাশ থেকে তার ছেলেকে অজ্ঞাতনামা অপহরণকারীরা তুলে নিয়ে যায়। রোববার (১ অক্টোবর) বিকালে গোসিংগা ইউনিয়নের কর্ণপুর এলাকার গজারী বন থেকে শিয়ালে খাওয়া লাশ উদ্ধার করে পুলিশ।

একই উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে দুই বছর বয়সী শিশু হত্যার ঘটনায় শিশুর বাবা ও চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার হয়দেবপুর গ্রামে আব্দুস ছাত্তারের বাড়িতে জমির সালিসে মারামারির ঘটনায় ফাতিহার মৃত্য হয়।

ওসি বলেন, গ্রেপ্তারের পর নিহত রামিমুল হাসান বিজয়ের চাচা জুয়েল বেপারি ও নিহত ফাতিহার চাচা মোক্তার শেখকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সেইসঙ্গে ফাতিহার বাবা সাত্তার শেখকেও আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
 

রফিক/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়