সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:১১, ২ অক্টোবর ২০২৩
আপডেট: ২১:১১, ২ অক্টোবর ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের চাপায় প্রলীন চাকমা (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে প্রলীন চাকমা মোটরসাইকেলে করে মাচালং এলাকায় তাঁর বাসায় ফিরছিলেন। এসময় একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রলীন চাকমা মারা যান।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজয়/ মাসুদ
আরো পড়ুন