ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘনায় ডুবেছে কয়লাবাহী জাহাজ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ২ অক্টোবর ২০২৩   আপডেট: ২২:৩৯, ২ অক্টোবর ২০২৩
মেঘনায় ডুবেছে কয়লাবাহী জাহাজ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে একটি কয়লাবাহী জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজের নাবিক-শ্রমিকসহ ১২ জনকে অন্য একটি জাহাজের সহায়তায় উদ্ধার করা হয়েছে।  

সোমবার (২ অক্টোবর) হাতিয়া উপজেলার মৌলভির চর এলাকায় নদীতে ওই জাহাজ ডুবে যায়।

রামগতি উপজেলার বড়খেরী নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়লাবাহী জাহাজাটি চট্টগ্রাম থেকে দাউদকান্দির উদ্দেশে যাচ্ছিল। মৌলভির চর এলাকায় পৌঁছালে জাহাজের তলা ফেটে যায়। এতে পানি ঢুকে জাহাজের বেশিরভাগ অংশ নদীতে ডুবে গেছে। পরে একই কোম্পানির অন্য একটি জাহাজ এসে নাবিক এবং শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যায়।

 

সুজন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়